Ticker

6/recent/ticker-posts

কপালকুন্ডলা - বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায় pdf free

কপালকুন্ডলা - বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়

Bongkim Chandro Chattopaddhay Kopal kundola book pdf download free

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (Bankim Chandra Chattopadhyay) ভারতীয় সাহিত্যের একজন প্রসিদ্ধ এবং গুরুত্বপূর্ণ লেখক, সাহিত্যিক এবং দরবার সেবক ছিলেন। তিনি ২৭ জুন, ১৮৩৮ সালে বরাসীয়া জেলার কতকি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পূর্ণ নাম চিলন্দরনাথ থাকতো, তবে পরবর্তীতে তার নাম বঙ্কিমচন্দ্র হয়ে উঠলো।

তার লেখা "বন্দে মাতরম্" হিন্দু সম্প্রদায়ের একটি প্রতিস্থান হিসেবে পরিচিত এবং এটি ভারতীয় জাতির একটি জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। বঙ্কিমচন্দ্র এছাড়াও 'আনন্দমঠ' নামক একটি অভিভাষন ও কবিতার কাব্যমালায় প্রকাশিত একটি মহাকাব্য লেখেন যা "বিশ্ববিজয" নামে পরিচিত।

তার লেখা "অনন্য মঠ" হিন্দু সমাজ এবং সাহিত্যিক জীবনের মধ্যে অভিনব বিচারধারা এবং চিন্তার অনুপ্রবৃত্তি নিয়ে লেখা হয়েছে। তিনি এছাড়াও একাধিক উপন্যাস, কবিতা, সাহিত্যিক পত্রিকা, অনুবাদ এবং নাটকে লেখা করেন। "দুর্গেশনন্দিনী", "কাপালকুণ্ডলা", "আনন্দমঠ", "বৃহত্তর রামতনু" ইত্যাদি তার প্রসিদ্ধ উপন্যাসের মধ্যে অন্যতম।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ২৭ এপ্রিল, ১৯৯১ সালে কোলকাতায় প্রয়ান্ত প্রয়ান্ত বাঁচি রেখেন। তার যাত্রা এখানেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তার লেখার প্রভাব ও অবদান বৃহত্তর সময়েও মোকাবিলা করছে।


বইটি ডাউনলোড করতে ক্লিক করুন

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement